বশেফমুবিপ্রবি অ্যাকাডেমিক কাউন্সিলের ১১তম সভা অনুষ্ঠিত
বশেফমুবিপ্রবি অ্যাকাডেমিক কাউন্সিলের ১১তম সভা অনুষ্ঠিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) একাডেমিক কাউন্সিলের ১১তম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৩ জুন) বিকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরের সভাকক্ষে কাউন্সিলের সভাপতি ও মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. কামরুল আলম খানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্য রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন, ইলেকক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ড. মো. রাশিদুল ইসলাম, গণিত বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক রিপন রায়, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. হুমায়ন কবির, সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. অলিউল্লাহ চৌধুরী, ফিশারিজ বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মুহাম্মদ রফিকুল বারী, ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ সাদীকুর রহমান ও ইইই বিভাগের প্রভাষক মো. সিজার রহমান সশরীরে উপস্থিত ছিলেন। অনলাইন প্ল্যাটফর্ম জুমে সভায় যোগ দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. খায়রুল হাসান ভূঞা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. ওবায়দুর রহমান, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. জুলফিকার আলী, পরিচালক ড. মোহসেনা বেগম তনু ও ভূ-তত্ত্ব বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. নাজমুল হোসেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের মির্জা আজম হলের প্রভোস্ট (ভারপ্রাপ্ত) পার্থ সারথি দাশ, নূরুন্নাহার বেগম হলের প্রভোস্ট (ভারপ্রাপ্ত) ড. মৌসুমী আক্তার, প্রক্টর (ভারপ্রাপ্ত) এস.এম ইউসুফ আলী সভায় আমন্ত্রণক্রমে অংশগ্রহণ করেন। এ সময় অ্যাকাডেমিক শাখার সহকারী রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) এস.এম আহসান হাবিব, সেকশন অফিসার ফয়সাল সরকার ও মুহাম্মদ আবু সায়েম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় অ্যাকাডেমিক সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শেষে সিদ্ধান্ত গৃহীত হয়। কর্তৃপক্ষের নির্দেশক্রমে (মাহবুব আলম) জনসংযোগ কর্মকর্তা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মেলান্দহ, জামালপুর-২০১২ ই-মেইল: pro@bsfmstu.ac.bd