শোকবার্তা
শোকবার্তা ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক পার্থ সারথির পিতার মৃত্যু, উপাচার্য ও উপ-উপাচার্যের শোক প্রকাশ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক পার্থ সারথি দাশের পিতা দিলীপ চন্দ্র দাশ মারা গেছেন। তার বয়স হয়েছিলো ৭৫ বছর। ২২ জানুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ময়মনসিংহ জেলার গফরগাঁও পৌরসভার পন্ডিতপাড়া এলাকার নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ রোকনুজ্জামান ও মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন। পৃথক শোক বার্তায় তারা প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। প্রয়াতের পারিবারিক সূত্র জানায়, মৃত্যুকালে দিলীপ চন্দ্র দাশ স্ত্রী, তিন মেয়ে, মেয়ে জামাই, দুই ছেলে, পুত্রবধূ, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।