যথাযোগ্য মর্যাদায় জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
যথাযোগ্য মর্যাদায় জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) আজ ২১ ফেব্রুয়ারি ২০২৫ শুক্রবার মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পালনের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্মসূচি গ্রহণ করে। একুশের ভোরে প্রথমে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষাশহিদদের প্রতি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান শ্রদ্ধা নিবেদন করেন। এরপর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন। এরপর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ নূর হোসেন চৌধুরী শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন। পরে একে একে সিএসই বিভাগ, গণিত বিভাগ, ব্যবস্থাপনা বিভাগ, সমাজকর্ম বিভাগ, ফিশারিজ বিভাগ, ইইই বিভাগ, ভূতত্ত্ব বিভাগের চেয়ারম্যানগণ শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে মির্জা আজম হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট ড. মুহাম্মদ ফরহাদ আলী হাউজ টিউটর ও শিক্ষার্থীদের নিয়ে ভাষাশহিদদের শ্রদ্ধা জানান।নূরুন্নাহার বেগম হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট ড. মৌসুমী আক্তার হলের হাউজ টিউটর ও শিক্ষার্থীদের নিয়ে শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর একে একে শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ও পরিবেশবাদী সংগঠন গ্রিন ভয়েস। এর আগে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির উদ্বোধন করা হয়। মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামানের নেতৃত্বে উপ-উপাচার্য, ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের অংশগ্রহণে একটি প্রভাতফেরী প্রশাসনিক ভবনের সামনে শুরু হয়ে প্রধান গেট হয়ে একাডেমিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। প্রভাতফেরী শেষে শহিদ মিনারে গিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পরে প্রশাসনিক ভবনের লবিতে অমর একুশে উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আয়োজক কমিটির আহ্বায়ক ভারপ্রাপ্ত প্রক্টর ও ফিশারিজ বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদীকুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান। মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন ও রেজিস্ট্রার মোহাম্মদ নূর হোসেন চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। এদিকে ২১শে ফেব্রুয়ারি উপলক্ষ্যে একটি দেয়ালিকা প্রকাশ করা হয়েছ; যেখানে শিক্ষক ও শিক্ষার্থীদের লেখা কবিতা স্থান পেয়েছে। ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক ও নূরুন্নাহার বেগম হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট ড. মৌসুমী আক্তারের সঞ্চালনায় আলোচনা সভা ভাষা শহিদদের রুহের মাগফেরাত/শান্তি কামনা করে বিশেষ মোনাজাত/প্রার্থনা অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. সাইফুল ইসলাম। আয়োজিত কর্মসূচিতে ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মৃনাল কান্তি রায় চৌধুরী, গণিত বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক রিপন রায়, ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. এনামুল হক, সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. অলিউল্লাহ চৌধুরী, ভূতত্ত্ব বিভাগের চেয়ারম্যান মো. নাজমুল হোসেন, রিসার্স সেলের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মাহমুদুল হাছান, ইইই বিভাগের চেয়ারম্যান মো. সিজার রহমান, সহকারী প্রক্টর ড. আব্দুস ছাত্তার, সিএসই বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক ড. মো. রবিউল ইসলাম, অর্থ ও হিসাব বিভাগের উপ-পরিচালক মো. আব্দুল জলিল মিয়া প্রমুখ।