জুলাই গণঅভ্যুত্থান দিবস

জুলাই গণঅভ্যুত্থান দিবস জাবিপ্রবিতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত স্মরণ র‌্যালি ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদ্‌যাপন করা হয়েছে। মঙ্গলবার (০৫ আগস্ট) সকালে স্মরণ র‌্যালির মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান ও মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেনের নেতৃত্বে প্রশাসনিক ভবনের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়। যা ক্যাম্পাস প্রদক্ষিণ করে ফের প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে প্রশাসনিক ভবনের লবিতে ‘স্মৃতি, সংগ্রাম ও রাষ্ট্রচিন্তা: সাম্য ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের প্রত্যয়’ মূল প্রতিপাদ্যে নিয়ে দিবসটি উপলক্ষ্যে অনুষ্ঠানমালায় আরও ছিলো- আলোচনা সভা, শহিদ পরিবারের প্রতি শ্রদ্ধা ও সম্মাননা, রচনা ও বির্তক প্রতিযোগিতা এবং শহিদ ও আহতদের জন্য দোয়ার আয়োজন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান উপস্থিত ছিলেন। আয়োজক কমিটির আহ্বায়ক মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার মোহাম্মদ নুর হোসেন চৌধুরী। শিক্ষার্থীদের পক্ষ থেকেও জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি নিয়ে বক্তৃতা প্রদান করা হয়। বক্তব্য দেন-শিক্ষার্থী ইয়াসির আরাফাত, যীনাত মিয়া আজিজুল, মো. মোরসালিন, আব্দুল আহাদ, শায়লা আক্তার, উমর ফারুক, চৈতালী জ্যোতী ও শাহরুখ ইসলাম প্রমুখ। এ সময় আয়োজক কমিটির সদস্য সচিব গণিত বিভাগের চেয়ারম্যান ড. মুহম্মদ শাহজালাল, প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ সাদীকুর রহমান, ছাত্র হলের প্রভোস্ট (ভারপ্রাপ্ত) ড. মুহাম্মদ ফরহাদ আলীসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্র হলের প্রভোস্ট (ভারপ্রাপ্ত) ড. মৌসুমী আক্তার ও ব্যবস্থাপনা বিভাগের ছাত্রী জুয়াইরিয়া বিনতে জুবায়ের। আলোচনা শেষে জুলাই অভ্যুত্থানে শহিদ মেলান্দহের চারজন শহিদকে সম্মাননা প্রদান করা হয়। শহিদদের পক্ষ থেকে তাদের পরিবারের সদস্যরা সম্মাননা গ্রহণ করেন। এদিকে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে রচনা প্রতিযোগিতা ও ভিডিও কনটেন্ট নির্মাণ প্রতিযোগিতায় আয়োজন করা হয়। এতে বিভিন্ন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির উদ্যোগে বির্তকের আয়োজন করা হয়। সবশেষে শহিদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।

Previus Post Next Post