জাবিপ্রবির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি : জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথমবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ রোকনুজ্জামান নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনা ও অনুপ্রেরণামূলক বক্তৃতা প্রদান করেন। আয়োজক কমিটির আহ্বায়ক মাননীয় উপ- উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সম্মানিত রেজিস্ট্রার মোহাম্মদ নূর হোসেন চৌধুরী। এ সময় গণিত বিভাগের চেয়ারম্যান ড. মুহম্মদ শাহজালাল, প্রক্টর (ভারপ্রাপ্ত) ও ফিশারিজ বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদীকুর রহমান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান সুজিত রায়, ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান এনামুল হক, সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান মো. অলিল্লাহ চৌধুরী, ভূতত্ত্ব বিভাগের চেয়ারম্যান মো. নাজমুল হোসেন ও ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. সিজার রহমান, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক ড. মো. রবিউল ইসলাম, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মো. আসলামসহ বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজকর্ম বিভাগের প্রভাষক তাইয়্যেবা তাবাসসুম ও ভূ-তত্ত্ব বিভাগের প্রভাষক ওয়াহিদা আখতার।

Previus Post Next Post